ঘরভর্তি সব বাঘা বাঘা গোয়েন্দা-পুলিশ চেয়ারে বসে থাকা নয়টি খুনের ফাঁসির আসামিটিকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। এ সময় খুনি নিজেই বলল, দু'দশকের কেরিয়ারে ৪০টা খুন করেছেন তিনি। মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়লেন উপস্থিত সকলে।
গত বছর মেক্সিকো থেকে অ্যারিজোনা ঢোকার সময় পুলিশের হাতে ধরা পড়েন ৫১ বছর বয়সী হোসে ম্যানুয়েল মার্তিনেজ। তার পরই শুরু হয় তদন্ত। নয়টি খুনের মামলা হয় তার বিরুদ্ধে। পুলিশের দাবি, একটি মাদক চোরাচালানকারী দলের হয়ে চুক্তিতে খুন করতেন তিনি। তদন্তের খাতিরে মার্তিনেজকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে জেরা করা শুরু হয়। এ রকমই এক জেরার মুখে বিস্ফোরণ ঘটান মার্তিনেজ। বললেন, ৯টা নয়, আরও অনেক বেশি খুন করেছেন তিনি। কম করে ৪০টা।
কনট্রাক্ট কিলার মার্তিনেজ গোয়েন্দাদের জানিয়েছিলেন, ১৬ বছর বয়সে এই পেশায় তার হাতেখড়ি। আরও জানিয়েছেন, আমার রোজগারেই পরিবারের পেট চলত। আর তাছাড়া আমি না করলে এই কাজটা অন্য কেউ তো করতোই।
১৯৮০-২০১১ সাল পর্যন্ত একের পর এক খুন, ডাকাতি, অপহরণ কাণ্ডে জড়িত ছিলেন মার্তিনেজ। তার মধ্যে পুলিশের খাতায় উঠেছিল ৯টি খুনের কথা। টুলারেতেই ছয়জনকে খুন করেছেন তিনি। কার্ন-এ সংখ্যাটা এক। ২০০০ সালে বাড়িতে ঢুকে গুলি করে মেরেছিল ঘুমন্ত মা ও চার সন্তানকে।