ভারতীয় চলচ্চিত্রের সুপারতারকা রজনীকান্তের সঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির আজ সাক্ষাতের কথা রয়েছে। আজ সন্ধ্যায় রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে এক ব্যক্তিগত সাক্ষাতে মোদি যেতে পারেন বলে জানা যায়।
তামিল নাড়ু রাজ্যের বিজেপির মহাসচিব পি মুরালিধর রাও সামাজিক যোগেযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে বলেন, মোদি আজ সন্ধ্যায় রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
এদিকে বিজেপির একটি সূত্র জানিয়েছে, এক জনসভায় ভাষণ দেওয়ার জন্য মোদি আজ চেন্নাই অবস্থান করবেন। এর আগে বিকাল ৫টায় তিনি রজনীকান্তের বাড়িতে ব্যক্তিগত সাক্ষাতের জন্য যেতে পারেন।