মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ-৩৭০ এর কো-পালইট নিখোঁজ হওয়ার আগে মোবাইল ফোনে সংকেত পাঠিয়েছিলেন।
রাডার থেকে উড়োজাহাজটি বিলীন হয়ে যাওয়ার আগেই বিমানের কো-পাইলট সংকেত দিয়েছিলেন বলে গতকাল সোমবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল এক সূত্র।
তবে যে স্থান থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়েছে তার ২৫০ মাইল ভেতরে কো-পাইলটের মোবাইল ফোন নেটওয়ার্ক খুঁজছিল। এ অবস্থা বিরাজ করে অন্তত ৩০ মিনিট।
এর কয়েকদিন আগে বিমানটির ব্লাক বক্স এর অনুসন্ধান পাওয়া যায়। অল্প সময়ের ব্যবধানে এ তথ্য পাওয়ার পর নড়েচড়ে বসেছেন বিমান অনুসন্ধানকারীরা।
গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে মালয়েশীয় বিমান (ফ্লাইট এমএইচ৩৭০) মালয়েশিয়া থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার ৪০ মিনিট পর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টায়ও উড়োজাহাজটির কোনও ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি।