২০১৪ সালে হাজিদের কোরবানি সহজ করতে নিয়োজিত থাকবে ৪০ হাজার কসাই এবং ৮০০ পশু চিকিৎসক। সম্প্রতি জেদ্দা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) কার্যালয়ে বিভিন্ন দেশের দূতাবাস, কনস্যুলেট এবং হজ কর্মকর্তাদের নিয়ে এক সভায় একথা জানিয়েছেন আইডিবি প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী।
সভায় সভাপতিত্ব করেন আইডিবি প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলী। এ সময় হজ ব্যবস্থাপনা কমিটির সদস্য এমাদ রুকন এবং আদাহি প্রকল্পের জেনারেল সুপারভাইজার মুসা আল আকাসি উপস্থিত ছিলেন। বৈঠকে চলতি হজ মৌসুমে হাজিদের পশু কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।