হজযাত্রীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে মিনা অভিমুখে করবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এহরাম বেঁধে 'লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাকা লাব্বায়েক' ধ্বনিতে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দেবেন তারা। এর মধ্য দিয়েই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
হজযাত্রীরা আরাফাতের উদ্দেশে যাত্রা করার আগে শুক্রবার সকাল পর্যন্ত মিনায় পাঁচ ওয়াক্ত কসর নামাজ আদায় করবেন। ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। একইদিন তারা আরাফাতে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জুমা ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন এবং সন্ধ্যায় (সূর্যাস্তের পর) তারা মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। সেখানে তারা এক সঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং শয়তানের ওপর নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে হাজিরা রাতযাপন করে পরদিন ১০ জিলহজ (শনিবার) সকালে সূর্সোদয়ের পর জামারায় শয়তানের ওপর পাথর নিক্ষেপের জন্য রওনা দেবেন ।
১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে সূর্য হেলে পড়ার পর প্রতিদিন ছোট, মধ্য ও বড় জামারায় পাথর নিক্ষেপ করে ১২ তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজিরা। পরে মক্কায় অবস্থান করে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন ।
বিডি-প্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৪/ রশিদা