টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ১ম পর্বের জন্য প্রস্তুত গোটা ময়দান। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার শেষ হবে এবারের ইজতেমার ১ম পর্ব। ইতোমধ্যে হাজার হাজার মুসল্লি ময়দানে আসতে শুরু করেছেন।
একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। ইজতেমার নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশ থাকবে। টহল পুলিশ থাকবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে। র্যাবের পাশাপাশি পুলিশেরও স্ট্রাইকিং ফোর্স থাকবে।
সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি সেন্ট্রাল কন্ট্রোল রুমের অধীনে পাঁচটি সাব-কন্ট্রোল রুম থাকবে। দুর্ঘটনা ও ভিআইপি বহনের জন্য ৩টি হলিপ্যাড থাকবে।
শুক্রবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।