বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে আরও তিন মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে নূরুল আলম (৭০)।
একই রাতে মারা যান আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২)। তিনি চুয়াডাঙা সদরের বাদুরতলা এলাকার একরামুল হক জোয়ারর্দারের ছেলে। এছাড়া, নিজ খিত্তায় অসুস্থ হয়ে মারা যান জামালপুর জেলার সরিষাবাড়ির থানার চর আদরা গ্রামের জাবেদ মোল্লার ছেলে আব্দুল কাদের (৬০)।
ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় মরদেহ পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন লাশের জিম্মাদার মো. আদম আলী। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ মোট ৬ মুসল্লি ইন্তেকাল করেন। আর প্রথম পর্বে এক বিদেশিসহ মারা যান ৯ মুসল্লি। সব মিলিয়ে ৫১তম বিশ্ব ইজতেমায় ২ বিদেশি মুসল্লিসহ ১৫ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব