প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এবার হজযাত্রীদের কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ দুপুর ১২টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৯’ এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কারণেই এবার আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি দেখতে পাইনি। কোনো অবস্থাতেই তিনি আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি পড়তে দেননি। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এবার হজ করতে গেছেন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবার ইতিহাসের একটি সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে। এ বছর হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া বাবদ ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল