আল্লাহর প্রতি ইমান আনা এবং তাতে অবিচল থাকাই হলো ইসলামের চূড়ান্ত কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং আমাকে রসুল হিসেবে মেনে নিয়েছে, সে ইমানের স্বাদ পেয়েছে।’ হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘একদা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন। তার পরিধেয় বস্ত্র ছিল ধবধবে সাদা এবং মাথার চুল কুচকুচে কালো। সফরের কোনো আলামতও তার মধ্যে দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউই তাকে চিনতে পারছিল না। অবশেষে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন এবং নিজের দুই হাঁটু তাঁর দুই হাঁটুর সঙ্গে ঠেকিয়ে এবং নিজের দুই হাত তাঁর দুই ঊরুর ওপর রেখে বললেন, হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, ইসলাম হচ্ছেÑ তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রসুল, নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং হজে যাওয়ার সামর্থ্য থাকলে হজ করবে। আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। (ওমর বলেন), তার এ আচরণে আমরা বিস্মিত হলাম। তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নও করছেন আবার তাঁর জবাব সমর্থন করছেন! পুনরায় তিনি বললেন, আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, (ইমান এই যে) আল্লাহ, তাঁর ফেরেস্তাকুল, তাঁর কিতাবসমুহ, তাঁর রসুলগণ, আখেরাতের দিনের প্রতি এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি ইমান আনা। আগন্তুক বললেন, আপনি সত্যিই বলেছেন। তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছ। যদি তুমি তাঁকে নাও দেখতে পাও তবে (মনে কর যে,) তিনি তোমাকে দেখছেন। আগন্তুক পুনরায় বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, ক্রীতদাসীরা তাদের মনিবকে প্রসব করবে এবং তুমি নগ্নপদ ও নগ্নদেহ গরিব মেষ চালকদের সুউচ্চ দালানকোঠা নির্মাণ করতে এবং তা নিয়ে গর্ব করতে দেখবে। (ওমর বলেন,) অতঃপর আগন্তুক চলে গেলেন এবং আমি দীর্ঘক্ষণ সেখানে কাটালাম। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর! তুমি কি জানো প্রশ্নকারী কে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রসুলই অধিক জানেন। তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল (আ.)। তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন।’ বুখারি, মুসলিম, মিশকাত (কিতাবুল ইমান)।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
ইমানের প্রতি অবিচল থাকা
মুহম্মাদ ওমর ফারুক
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর