চীনে ৬ নারীকে যৌনদাসী হিসেবে ব্যবহার করায় এবং এরমধ্যে ২ জনকে হত্যা করার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছে। প্রায় ২১ মাস ধরে ওই নারীদের ওপর নির্যাতন চালান অভিযুক্ত ব্যক্তি।
গতকাল মঙ্গলবার লি হাওয় নামক ওই ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়।
২০০৯ সালে লি হাওয়ের বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার হয় দুই নারীর মৃতদেহ। বাড়ির মালিক লি জানান, তিনি নাইট গার্ডের কাজ করেন তাই ঠিক জানেন না রাতে তার বাড়ির বেসমেন্টে কে বা কারা এসে এই মৃতদেহগুলো রেখে গিয়েছে। তখনও বোঝা যায়নি, কত নির্মমতার কাহিনি এরপর ফাঁস হতে চলেছে।
এর কিছুদিন পর সেখান থেকে এক নারী পালিয়ে এসে পুলিশকে জানালে লি কে গ্রেফতার করা হয়।
তদন্তের পর জানা যায়, ৩৬ বছরের লি আসলে নারীদের জোর করে আটকে যৌন ক্রীতদাস হিসাবে কাজে লাগাত। কাজ ফুরিযে গেলে তাদের মেরে ফেলত। এমনকি তাদের পর্নগ্রাফির কাজে বাধ্য করা হতো। চালানো হতো বিকৃত যৌনতা।