মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই সিংহীর। আজ বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ গুজরাটের আমরেলি জেলার রাজুকা তালুকায় দুর্ঘটনাটি ঘটে। আমদাবাদ থেকে পিপেভাগামী মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে ওই সিংহ দুইটি।
জানা যায়, সকালে দলবেঁধে রেললাইন পার হওয়ার সময় আচমকা ট্রেনের নিচে চাপা পড়ে দুটি সিংহী। সঙ্গে সঙ্গে ট্রেন থামায় চালক। কিন্তু ততক্ষণে দুই সিংহী মারা যায়।
এদিকে, সিংহী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় বনবিভাগে। ওই সিংহী দুটির একটির বয়স ৮ ও অন্যটির বয়স ২। ঘটনাস্থলে পৌঁছে সিংহীদের ছিন্নভিন্ন দেহ ময়নাতদন্তর জন্য নিয়ে যান বন দফতরের কর্মীরা।
প্রসঙ্গত, রেললাইনটির উপর দিয়ে দিনে প্রায় ৩০টি মালবাহী ট্রেন চলাচল করে। আর এই এলাকাতেই রয়েছে ৫০টিরও বেশি সিংহ৷