সম্প্রতি ইন্টারনেট সংস্থা স্প্ল্যাশডেটা গত বছরের সবচে' সহজ ও বোকা ২৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। ২০১৩ সালের লক্ষ লক্ষ চুরি হওয়া পাসওয়ার্ড থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সাইবার ক্রাইম ক্রমাগত বাড়তে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীরা 'বোকাবোকা' পাসওয়ার্ড দিয়ে নিজেদের সমস্যা বাড়িয়েই চলেছেন। ২৫টি 'বোকাবোকা' পাসওয়ার্ড হলো:
১. এ বছরের বোকা পাসওয়ার্ডের খেতাব অর্জন করেছে '123456'। গত বছর এটি ছিল দ্বিতীয় স্থানে।
২. বোকা পাসওয়ার্ডের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'password'।
৩. আট সংখ্যার জোরালো পাসওয়ার্ড দিতে অনেকেই বেছে নেন '12345678'।
৪. 'qwerty'-এই পাসওয়ার্ডটি স্থান পেয়েছে চার নম্বরে। এমনিতে দেখতে অদ্ভুত লাগলেও কম্পিউটার কি-বোর্ডের প্রথম লাইনের প্রথম পাঁচটি অক্ষর দিয়ে তৈরি এই পাসওয়ার্ড, যা সহজেই ভেঙে ফেলা যায়।
৫. পাঁচ নম্বরে রয়েছে 'abc123'।
৬. এরপরই রয়েছে '123456789'।
৭. বোকা পাসওয়ার্ডের তালিকায় জায়গা পেয়েছে '111111'।
৮. সংখ্যার খেলায় অন্যগুলোর তুলনায় কম ব্যবহৃত হলেও '1234567' এই সংখ্যাটি রয়েছে আট নম্বরে।
৯. কেউ কেউ পাসওয়ার্ড দিয়ে থাকেন iloveyou'। সহজেই এই পাসওয়ার্ডের প্রেমে পড়ে যান হ্যাকাররাও।
১০. 'adobe123'। এই বছরের বোকা পাসওয়ার্ডের প্রথম দশে রয়েছে এই পাসওয়ার্ডটি।
১১. অনেক ভেবেচিন্তেও এখনও '123123' পাসওয়ার্ড থেকে বেরোতে পারনেনি ইন্টারনেট ব্যবহারকারীরা।
১২. দশজনের মধ্যে অন্তত ৩ জন পাসওয়ার্ড দেন 'admin'।
১৩. পাসওয়ার্ড জোরালো করতে অনেকেই ব্যবহার করেন লম্বা পাসওয়ার্ড। সেখানেও থাকে সেই '1234567890'।
১৪. 'letmein'! ভাবছেন এ কেমন পাসওয়ার্ড? বোকা পাসওয়ার্ডের তালিকায় রয়েছে এই পাসওয়ার্ডটিও।
১৫. বোকা পাসওয়ার্ড তালিকায় স্থান পেয়েছে 'photoshop।
১৬. ই-মেইল, সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে ফোনের পাসওয়ার্ডেও অনেকেই খুব সহজেই সকলে ব্যবহার করেন '1234'। মনে রাখা যত না সহজ, ভাঙাও ততটাই সহজ এই পাসওয়ার্ড।
১৭. 'monkey'। এই পাসওয়ার্ডটি দিয়েও খুব সহজেই আপনাকে মাঙ্কি বানাতে পারেন হ্যাকাররা।
১৮. এরপরই রয়েছে 'shadow'।
রয়েছে sunshine, 12345, password1, princess, azerty, trustnol1, 000000।