ব্রাজিলের রিও দি জেনারিওর ইপানেমা সমুদ্র তীরে দেখা গেল এক অভিনব ব্যাপার। সেখানে আয়োজন করা হয়েছিল এ ব্যতিক্রমধর্মী প্রতিবাদের। সমুদ্রের তীরে টয়লেট সিটে বসে প্রতিবাদ দেখাল রিও'র মানুষ।
২০১৬ ব্রাজিল ফুটবল বিশ্বকাপের আগে শহরের সুয়েজ পরিষেবা ভেঙে পড়েছে। সেদিকে নজর না দিয়ে প্রশাসন ব্যস্ত বিশ্বকাপের আয়োজনে। তাই পানি দূষণের প্রতিবাদে এই অভিনব কর্মসূচি। গতকাল শনিবার আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ কর্মসূচির।