প্রযুক্তি চুরির আশঙ্কায় চীনা নাগরিকদেরকে মহাকাশ ভ্রমণের সুযোগ দেবে না আমেরিকার কোম্পানি ‘ভার্জিন গ্যালাটিক’। কোম্পানিটি আড়াই লাখ ডলারের বিনিময়ে বিত্তবানদেরকে কয়েক মিনিটের জন্য মহাশূন্যে নিয়ে যাবে।
তবে তারা জানিয়ে দিয়েছে, চীনা পাসপোর্টধারী কোন ব্যক্তি এ ভ্রমণের সুযোগ পাবে না। কারণ চীনারা এ সুযোগে প্রযুক্তিটি হাতিয়ে নিতে পারে। আমেরিকার একটি সামরিক নীতিমালাকে অজুহাত করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হচ্ছে, এই মহাশূন্যযানে রকেট ইঞ্জিন রয়েছে এবং এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি হিসেবে গণ্য করা হয়।
২০০৭ সালে ভার্জিন গ্যালাটিক কোম্পানি বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তারা ভ্রমণকারী সংগ্রহ করছে। মহাকাশ ভ্রমণের জন্য নির্দিষ্ট স্পেস টার্মিনালও তৈরি করেছে তারা। কোম্পানির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন বলেছেন, তাদের বিশেষ মহাকাশ যানে চড়ে আড়াই ঘণ্টায় চলে যাবে পৃথিবীর বাইরে অবস্থিত ভার্জিন গ্যালাটিকের স্পেস স্টেশনে। ভ্রমণকারীরা পাঁচ মিনিটের জন্য স্পেস স্টেশনে কাটিয়ে সেখান থেকে পুরো পৃথিবীকে দেখতে পাবে।