ছোট্ট একটি মেয়ে। বয়স চার বছর। মা ডাকেন মেইহম বলে। এ মেয়েটি মাতিয়ে দিল বিশ্বকে। নাম তুলে নিয়েছে বিশ্বের এক আশ্চর্য বালিকার তালিকায়। অনায়াসে নামি সেলিব্রেটিদের পোষাক হুবহু ডিজাইন করে সে। তাও আবার কাগজ কেটে। তবে এই কাজে মা অ্যাঙ্গি তাকে কিছুটা সহায়তা করেন।
মেইহম ঘণ্টার পর ঘণ্টা কাগজ আর কাপড় নিয়ে চালায় এক্সপেরিমেন্ট। হলিউডের নামকরা সেলিব্রেটিদের পোশাকের মিনি ভার্স তৈরি করে সে। রার্ল্ফ লরেনের এই বছরের গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে জেনিফার লরেন্স ও লিপুতা নিয়ঙ্গো যে লাল ও সাদা গাউন পরে হেঁটেছিলেন, ইতোমধ্যেই মেইহম তা বানিয়ে ফেলেছে নিজের মাপের মতো করে।
ফ্যাশন বাই মেইহমের ব্লগে অ্যাঙ্গি জানিয়েছেন, এই পোষাকগুলির জন্য তারা টিস্যু পেপার, র্যাংপিং পেপার, গিফট ব্যাগ এমনকি প্লাস্টিকও ব্যবহার করেছেন। মেইহম মনে করে, ফিল্মি তারকাদের চাইতে সে অনেক বেশি ফ্যাশনেবল।
সম্প্রতি এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাতে ধরা পরে মেইহমের এই কারিকুরি। এবছরের গ্যামিতে কেটি পেরি যে সাদা রঙের মিউজিক ইন্সপায়ার ভ্যালেন্টিনো পড়েছিলেন, তারও পেপার ভার্সন বানিয়েছে মেইহম।