যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ফেসবুক স্ট্যাটাসের কারণে এক বাবা হারালেন পাওনা ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬২ লাখ ৪০ হাজার টাকা)। ফ্লোরিডার স্বনামধন্য গালিভার প্রিপারেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ বাবাটির নাম প্যাট্রিক স্নে (৬৯)।
জানা যায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে প্যাট্রিকের চুক্তি ছিল ২০১১ সাল পর্যন্ত তিনি স্কুলটির প্রধান শিক্ষক থাকবেন। কিন্তু তাকে ২০১০ সালে পদচ্যুত করা হলে তিনি একটি মামলা দায়ের করেন। সেসময় স্কুল কর্তৃপক্ষ তার সঙ্গে এই সমঝোতায় আসে যে, প্যাট্রিককে গালিভার স্কুল থেকে ১০ হাজার মার্কিন ডলার 'ব্যাক পে' করা হবে। চুক্তি নবায়ন না করার জন্য এটা তাকে দেয়া হবে। আর প্রাপ্য ক্ষতিপূরণ হিসেবে দেবে আরও ৮০ হাজার ডলার। এছাড়া তার আইনজীবীর ৬০ হাজার ডলার খরচও বহন করবে স্কুলটি।
তবে স্কুল কর্তৃপক্ষের শর্ত ছিল বিষয়টি গোপন রাখতে হবে। প্যাট্রিক, তার স্ত্রী এবং আইনজীবী ছাড়া কেউ জানবে না। কিন্তু বিপত্তি বাধলো প্যাট্রিক কন্যার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে যে কারণে স্কুল কর্তৃপক্ষ প্যাট্রিকের সঙ্গে চুক্তি বাতিল করে।
স্ট্যাটাসটি হলো: "বাবা-মা গালিভার স্কুলের সঙ্গে মামলায় জিতে গেছেন। আর কর্তৃপক্ষ এখন আমাদের ছুটিতে ইউরোপ ভ্রমণের খরচ বহন করতে যাচ্ছে ৮০ হাজার ডলার দিয়ে! "