২০১৩ সালে মার্কিনিরা পোষা প্রাণীর পেছনে খরচ করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। পোষা প্রাণীর খাবার, প্রশিক্ষণ, চিকিৎসা ও সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে এ ব্যয় করেছেন তারা। এরমধ্যে কুকুর ও বিড়ালকে 'শিষ্টাচার' শেখানোর প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ৬১০ কোটি ডলার। তথ্যটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো। এতে বলা হয়, গত বছর পোষা প্রাণীর পেছনে আমেরিকানরা তার আগের বছরের চেয়ে সাড়ে চার শতাংশ বেশি ব্যয় করেছেন।
পোষা প্রাণীর খাদ্যসহ অন্যান্য সরঞ্জাম বিক্রেতাদের সংগঠন ট্রেডগ্রুপের প্রধান নির্বাহী বলেন, পালিত পশুর যত্নে আমেরিকানরা দিনেদিনে সচেতন হচ্ছেন। এক্ষেত্রে পশু খাদ্যের ব্যাপারে তাদের আগ্রহ সবচে' বেশি। তিনি জানান, এর ফলে এ খাতে ব্যয় ২০১৩ সালে আগের বছরের চেয়ে প্রায় ১০০ কোটি ডলার বেড়ে দুই হাজার ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।