আগুন জ্বালিয়ে ভয় দেখানো হলো। হুলা ছুঁড়ে আতঙ্ক তৈরির চেষ্টা হলো। তবু পিছু হঠল না মা। বনকর্মীদের ভয়-ভীতি উপক্ষো করে ২৪ ঘণ্টা সন্তানের মৃতদেহ পরম মমতায় আঁকড়ে ধরে রাখল। তবুও মানুষের হাতে সন্তানের মৃতদেহ ছাড়লো না। মায়ের মমতা যে কী তাই প্রমান করলো এই হাতিটি।
শত ভয়-আতঙ্ক উপেক্ষা করে অবশেষে মৃত হস্তিশাবকটি নিয়ে পাশের পিংরুই জঙ্গলে ফিরে গেছে মা হাতিটি। হাতির এই মমতা দেখে মুগ্ধ উপস্থিত বনকর্মী ও সাধারণ মানুষ।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ার মেজিয়া রেঞ্জের বাঘমারা স্রোত এলাকায় ঘটেছে। শনিবার ওই এলাকার মানুষ ও বনকর্মীরা মা হাতির এমন সন্তানপ্রেমের সাক্ষী থাকলেন।
বনকর্মীরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছিল হস্তিশাবক। শারীরিক দুর্বলতার কারণে জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সদ্যোজাতের। কিন্তু সন্তান বিয়োগের শোক মেনে নিতে পারেনি মা-হাতি। একটানা ২৪ ঘণ্টা মৃত সন্তানের দেহ আগলে রাখেন মা হাতিটি। অবশেষে হস্তিশাবকটি নিয়ে গভীর জঙ্গলে ফিরে যায় হাতিটি।