মৃত ব্যক্তির চেতনা ফিরে পাওয়ার ঘটনা অকল্পনীয়। কিন্তু এমন ঘটনাই ঘটল এবার। ৮০ বছর বয়সী মারিয়া ডি জেসাস আরোয়োকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর তার লাশ ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখা হয় একটি হাসপাতালের মর্গের হিমঘরে। অবিশ্বাস্যভাবে হিমঘরে নড়েচড়ে উঠেন মারিয়া। অনেক চেষ্টা করে ব্যাগের চেইন অর্ধেকটা খুলেও ফেলেন তিনি। চেষ্টা করেন ব্যাগ থেকে বের হওয়ার।
মোট কথা তাকে যে অবস্থায় রাখা হয় সে অবস্থায় পাওয়া যায়নি। শরীরটা পুরোপুরি ঘুরিয়ে মাথাটাকে পায়ের দিকে আনেন। কিন্তু দুর্ভাগ্যবশত মর্গে বেঁচে উঠেও ফ্রিজার থেকে বের হতে পারেননি তিনি। তার মুখে বেশ কয়েকটি ক্ষতচিহ্নও পাওয়া গেছে।এতে বোঝা যায়, তিনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হোয়াইট মেমোরিয়াল মেডিকেল সেন্টারের শবাগারে রাখা হয়েছিল মারিয়ার দেহ।
চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন, মারিয়া হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কিন্তু মর্গে মারিয়ার করুণ মৃত্যুর পর তারা ভুল বুঝতে পারেন। তারা বুঝতে পারেন যে, জীবিত অবস্থায়ই মারিয়াকে ব্যাগে ভরা হয়েছিল। কিন্তু ভুলের কথা স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানান, মর্গে রাখার পর হয়ত ভীষণ ঠাণ্ডায় চেতনা ফিরে পেয়েছেন মারিয়া। মৃত ঘোষণার পর তিনি বেঁচে ছিলেন।
আর এ ঘটনাটি ঘটে ২০১০ সালে। কিন্তু তা প্রকাশিত হয় সম্প্রতি।
এদিকে এ ঘটনায় কোনোভাবেই কর্তৃপক্ষকে ছাড় দিতে রাজি নন মারিয়ার পরিবার। ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়িয়ে নিজেদেরকে নির্দোষ দাবি করছেন।