সন্তানকে খুশি রাখতে বাবা-মায়ের প্রচেষ্টা অন্তহীন। প্রয়োজনে নিজের সর্বস্বটুকু বিলিয়ে দিতে পারেন তারা। তেমনই এক বাবা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাগরিক ও উদ্ভাবক ব্রান ফেরেন (৬১)। তার ইচ্ছা চার বছর বয়সী কন্যা কিরাকে বিশ্বভ্রমণে পাঠাবেন। আর এজন্য তিনি তৈরি করেছেন সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি গাড়ি। কাদামাটির পথ মাড়িয়ে, পাহাড়ের ঢাল বেয়ে দূর-দূরান্তে চলতে সক্ষম গাড়িটি। গাড়ির নাম দিয়েছেন মেয়ের নামে 'কিরাভ্যান'।
গাড়িটি তৈরি করতে ব্রানের সময় লেগেছে চার বছর। এই গাড়িতে রয়েছে অফিস, শয়নকক্ষ, রান্নাঘর। সেই সঙ্গে গাড়িতে রাখা হয়েছে মোটরবাইক ও রাস্তায় জ্যাম আছে কিনা তার খোঁজখবর রাখার জন্য ছোট আকারের ড্রোন। এছাড়া কিরাভ্যানের ছাদে ছামিয়ানা দেওয়ার ব্যবস্থাও আছে। গাড়িটি ছয় চাকাবিশিষ্ট। এটি যেকোনো দুর্গম পথে চলতে সক্ষম। বিরতিহীনভাবে ২ হাজার মাইল পথ অতিক্রম করতে পারে গাড়িটি। প্রয়োজনে জায়গায় দাঁড়িয়ে ৪৫ ডিগ্রি কোণে ঘুরতেও পারে। গাড়িটি ৩১ ফুট লম্বা এবং ১০ ফুট উঁচু। এর বসার আসন খুবই আরামদায়ক।
ব্রান ফেরেন বিশ্বখ্যাত কোম্পানি অ্যাপলাইড মাইন্ডসের প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা। এ কোম্পানিটির গ্রাহকের তালিকায় রয়েছে জেনারেল মটরস, ইনটেল ও মার্কিন নৌবাহিনীর মতো বড় প্রতিষ্ঠান ও সংস্থা। ব্রান ফেরেন তার সমস্ত উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে মেয়ের জন্য স্বপ্নের গাড়িটি নির্মাণ করেছেন।