কিছু দিন ধরে প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গঙ্গা ও প্রকাশ নামে দুটি গরুর মাঝে বিয়ে দেওয়া হলো। তাও যেনতেনভাবে নয়, মহা ধুমধামে গড়ে দেওয়া হল এ গরু দম্পতির সংসার। খরচও হল বেসামাল।
বিয়েতে উপস্থিত ছিলেন পাঁচ হাজার গ্রামবাসী। বিয়ের আয়োজন করেন গঙ্গার অভিভাবক গোপাল পাটোয়ারি। তবে শান্তির আশায় খরচের যোগানটা গ্রামবাসীই দিয়েছে।
গোপাল পাটোয়ারি বলেন, ‘আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এ থেকে রক্ষা পেতে সাধু বাবাদের উপদেশে বিয়েটির আয়োজন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে, এতে করে আমাদের গ্রাম শান্তিতে থাকবে।’
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বিয়েটি হয়। ঐতিহ্যবাহী ভারতীয় প্রথা পুরোপুরি অনুসরণ করা হয় বিয়েতে।
পাটোয়ারি বলেন, আমরা আশা করছি, প্রকাশ ও গঙ্গা স্বামী ও স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করবে। তথ্যসূত্র : ডেইলি মেইল।