প্রেমের ক্ষেত্রে নাকি বয়স কোনো বাধাই নয়। আর এটাই প্রমাণ করলেন ভারতের ঝাড়খণ্ডের ১০৬ বছর বয়সী এক বৃদ্ধ। টুডু নামের ওই বৃদ্ধ ও ৪৫ বছর বয়সী বাহামনি মুর্মুর ২০ বছর প্রেমের করার পর বিয়ে করেছেন। দেশটির হিন্দি দৈনিক জাগরণ এ খবর দিয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডা জেলার সিজুয়া গ্রামে গত বৃহস্পতিবার এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিজুয়া পঞ্চায়েতের প্রধান মিরা টুডু বলেছেন, পেশায় তান্ত্রিক তারা টুডু ও বাহামনির মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে প্রেম চলছিল। বাহমনি তার বাড়ি ছেড়ে তারা টুডুর সঙ্গে বসবাস করতেন। তাদের ঔরসজাত চারটি সন্তান রয়েছে। তারা টুডুর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে। ওই পক্ষের নাতি-নাতনিও রয়েছে।
মিরা টুডু জানান, বিয়ে করার জন্য তারা দুজনই গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছিলে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়েতে সিজুয়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামগুলো থেকে মানুষজন উপস্থিত হয়ে নবদম্পতির অভিনন্দন জানায়।