সংবাদ মাধ্যমের রিপোর্টার বা সংবাদদাতার কাজ হচ্ছে সব পেশার মধ্যে দ্বিতীয় খারাপ চাকরি। আমেরিকার একটি স্টাডি রিপোর্টে এ কথা বলা হয়েছে।
গণিতবিদের চাকরি সবচেয়ে ভালো কাজ এবং খারাপ কাজের তালিকায় প্রথম হলো কাঠমিস্ত্রির কাজ। ফর্ম ক্যারিয়ার কাস্ট নামের ওই স্টাডি রিপোর্টে থেকে এ তথ্য পাওয়া গেছে।
রিপোর্টে বলা হয়েছে, গত ৫ বছরের মধ্যে বিশ্বে রিপোর্টার বা সংবাদদাতা হওয়ার আকাঙ্ক্ষা দ্রুত গতিতে কমে এসেছে এবং ২০২২ সালের মধ্যে এ সংখ্যা আরো হ্রাস পাবে। নানা কারণে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অনেক মিডিয়া কোম্পানি তাদের সংবাদ মাধ্যম বন্ধ করে দেবে।
সবদিক বিবেচনা করে ১০টি খারাপ কাজের তালিকায় তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে কাঠ মিস্ত্রি, রিপোর্টার বা সংবাদদাতা, ট্যাক্সি ড্রাইভার, ঘোষক, চিফ কুক, বিমান বালা, পরিচ্ছন্ন কর্মী, ফায়ার সার্ভিস ও সংশোধনী অফিসার।
স্টাডি রিপোর্টে বলা হয়েছে, গণিতবিদের কাজকে সবচেয়ে ভালো কাজ বলে মনে করা হয়। এ কাজের ভবিষ্যতও উজ্জ্বল। রিপোর্টে বলা হয়েছে,২০১৪ সালে গণিতবিদরা প্রযুক্তি, শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রকে ক্যারিয়ার হিসেবে যথেষ্ট ভালো বলে মনে করে।