এক গর্ভবতী সাংবাদিককে 'নির্মমভাবে' ধর্ষণ করার নির্দেশ জারি করলেন ক্রেমলিনপন্থী রুশ রাজনীতিবিদ ভ্লাদিমির ঝিরিনোভস্কি। সাংবাদিক সম্মেলনের সময় 'রাশিয়া টুডে' সংবাদসংস্থার সাংবাদিক স্টেলা দুবোভিত্স্কায়ার বিরুদ্ধে এই নির্দেশ জারি করেন তিনি।
ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে যে ভাবে দেশটিতে বসবাসকারী রুশরা প্রশাসনের রোষের মুখে পড়ছে তার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ভূমিকা কী হতে চলেছে, সাংবাদিক সম্মেলনে ঝিরিনোভস্কিকে এই প্রশ্নই করেছিলেন স্টেলা।
এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ভ্লাদিমির। প্রথমে তিনি ইউক্রেনের মহিলাদের নৈতিক চরিত্র নিয়ে অত্যন্ত অপমানকর মন্তব্য করেন। তারপর তার দুই সহযোগীকে নির্দেশ দেন স্টেলাকে ধর্ষণ করার। সাংবাদিক নিজেকে গর্ভবতী বলে জানালেও রোষ কমেনি রাজনীতিবিদের। শেষ পর্যন্ত সম্মেলনে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এমন আচরণের প্রতিবাদ করেন সমস্বরে। তাতেই রক্ষা পান স্টেলা।