পৃথিবীতে সন্দেহের কারনে অনেক ঘটনাই ঘটে থাকে। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ একটু বেশিই থাকে। কিন্তু সন্দেহের কারনে একজন সঙ্গী আরেকজন সঙ্গীর শরীরে ট্র্যাকার লাগায়,এমন ঘটনা নেই বললেই চলে।
সম্প্রতি পাকিস্তানের লাহোরে এমন ঘটনাই ঘটেছে। একজন নারী আদালতে গিয়ে অভিযোগ করেছেন, তার স্বামী সার্বক্ষণিক মনিটর করার জন্য তার শরীরে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে।
সোমবার এই নারী আদালতে দাবি করেন, তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে একটি হাসপাতালে নিয়ে গিয়ে তার শরীরে ট্র্যাকার লাগিয়ে দেন স্বামী।
তিনি বলেছেন, তার স্বামী অত্যন্ত সন্দেহপ্রবণ, সে কারণেই তিনি একাজ করেছেন।
ডাক্তাররা অভিযোগের সত্যতা অনুসন্ধান করছে। অভিযোগটি পুলিশের কাছে দেয়া হয়েছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।