ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঋণগ্রস্ত এক ব্যক্তি আত্মহত্যার আগে সুইসাইড নোটে নিজের মেয়ের দেখাশোনার জন্য নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। ৩৫ বছর বয়সী ওম প্রকাশ তিওয়ারী নামের এ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হতভাগা তিওয়ারী রাজ্যের গাজিয়াবাদের লোনি এলাকায় বসবাস করতেন বলে পুলিশ আজ জানিয়েছে।
দুর্ঘটনাস্থলে তিওয়ারীর কাছ থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা আছে 'প্রিয় নরেন্দ্র মোদি জি, আপনি ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর্থিক সমস্যার কারণে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। মৃত্যুর পর আমার মেয়ের দেখাশোনার জন্য আমি আপনাকে অনুরোধ করছি।' মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও তিওয়ারী তার এক পৃষ্ঠার নোটে উল্লেখ করেছেন।
তিওয়ারীর পরিবার গত কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় ভুগছিল। যার ফলশ্রুতিতে সে গত রাতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিওয়ারীর লাশের পোস্ট মর্টেম করার জন্য পাঠানো হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।