পাকিস্তানে এক স্বামী রেগে গিয়ে কুড়াল দিয়ে নতুন বউয়ের দুই পা কেটে দিয়েছেন। পাঞ্জাবের শাহপুর শহরে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় এক পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, শনিবার রাতে মেমোনা বিবি এবং তার দ্বিতীয় স্ত্রী সিদ্দিকের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। প্রথম দিকে তিনি একটি লাঠি দিয়ে বৌকে পেটাতে থাকেন। পরে দৌঁড়ে গিয়ে কুড়াল নিয়ে এসে সিদ্দিকের দুই পা কেটে দেন।
গত মার্চ মাসের গোড়ার দিকে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই মেমোনা বিবি তার স্ত্রীর ওপর নানা রকম নির্যাতন চালিয়ে আসছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর প্রতিবেশীরা বিবিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত সিদ্দিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।