চীনের উত্তরাঞ্চলে প্রায় ১০০ বেওয়ারিশ কুকুরকে জীবিত অবস্থায় মাটিচাপা দেয়া হয়েছে। এ ঘটনায় দেশটির অনলাইনে ব্যাপক আকারে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাতে চীনের সামাজিক যোগাযোগ ওয়েবসাইট সিনা ওয়েইবোতে আপলোড করা একটি পোস্টে শ' শ' বেওয়ারিশ কুকুরকে রক্ষায় আবেদন জানানো হয়েছে।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার অ্যালক্সা লেফট ব্যানারের একটি আবর্জনা ফেলার স্থানের কাছে খোঁড়া বড় ও বেশ গভীর একটি মাটির গর্তে শত শত কুকুরকে আটকে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল ওই পোস্টে। 'হোম ফর স্ট্রেই অ্যানিম্যালস ইন ইয়িনচুয়ান' নামে একটি এনজিও গর্তে আটকে রাখা কুকুরগুলোর ছবি পোস্ট করেছে। কাছ থেকে তোলা বেশ কয়েকটি বাচ্চা কুকুরের ছবিও রয়েছে সেখানে।
আজ সকাল পর্যন্ত ১৮ হাজারেরও বেশি বার পোস্টটি ফরওয়ার্ড করা হয়েছে।
ট্যান নামে এক নারী তার ৫ বন্ধুকে সঙ্গে নিয়ে ছবিগুলো তুলেছেন। তিনি নিজের পোষা কুকুরটিকে খুঁজতে খুঁজতে ওই স্থানটি খুঁজে বের করেন। ট্যান জানান, একটি মাটির বড় একটি গর্তে আমরা প্রায় ১০০ কুকুরকে দেখেছিলাম। কিন্তু আমরা তাতে নামতে পারিনি। কারণ এটা বেশ গভীর ছিল। তা সত্ত্বেও তিনি ও তার বন্ধুরা দড়ি ব্যবহার করে কুকুরগুলোকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। এভাবে ২০টি কুকুরকে বাঁচাতে সক্ষম হন তারা। ওই এনজিওর ৮ সদস্য কুকুরগুলোকে গত বৃহস্পতিবার উদ্ধার করতে গিয়ে হতবাক হয়ে যান। তারা গিয়ে দেখেন গর্তটির মুখ বন্ধ করে দেয়া হয়েছে। গর্তটি খুঁড়ে কয়েকটি কুকুরকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ৫-৬ মিটার গভীর গর্তটি খুঁড়তে পারেননি তারা।
এদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরে কুকুরগুলোকে জীবন্ত কবর দেয়া হয়েছে বলে দাবি করা হলেও শহরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।