ভারতের গুরগাঁওয়ে নিজের সহোদরাকে টানা ৮ বছর ধরে ধর্ষণ করার অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত হল ৩৩ বছরের এক ডাক্তারের।
গত সপ্তাহের শনিবার গ্রেফতার করা হয় ওই ডাক্তারকে। মেয়েটি যখন ক্লাস টুয়েলভে পড়ত তখন থেকে ভাইয়ের পাশবিক অত্যাচারের শিকার হয়েছে সে। নিগৃহীতা তরুণীর বয়স এখন ২৭ বছর।
মানেসরের পুলিশ স্টেশনে গত শনিবার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে মেয়েটি। পুলিশকে তিনি জানিয়েছেন এত বছর চরম আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন তিনি। এই ঘটনা জানাজানি হয়ে গেলে যে সামাজিক লাঞ্ছনার সামনে তাকে পড়তে হত সেই ভয়েই এতদিন তিনি চুপ করেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী।
অভিযুক্ত ডাক্তার তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। আরও চার বোন রয়েছে তার। সে নিজেও বিবাহিত।
নিগৃহীতা জানিয়েছেন ২০০৫ সালে প্রথম তার ভাই তাঁকে ধর্ষণ করে। এরপর তিনি তার এক বোনের বাড়িতে চলে যান। কিন্তু বোনের বাড়ি থেকে প্রত্যেকবার বাড়ি ফিরে ভাইয়ের কাছে ধর্ষিত হতে হয়েছে তাকে।