অলসতার কারণে বাড়ি বাড়ি গিয়ে চিঠি পৌঁছে না দিয়ে জমিয়ে রাখতেন তিনি। দিনের পর দিন জমতে জমতে সেই চিঠির পরিমাণ হয়ে গেল ৪৫ হাজার। ঘটনাটি প্রকাশ হয়ে গেলে বিপাকে পড়ে যান নিউইয়র্কের এই অলস পোস্টম্যান। কাজে ফাঁকি দেয়ার দায়ে ৬ মাসের কারাদণ্ড হয় তার।
জানা গেছে, ওই পোস্টম্যান ৪৫ হাজার চিঠি নিজের বাড়ির এক গুদামে রেখে দিয়েছিলেন। প্রয়োজনীয় চিঠি হাতে না পেয়ে স্থানীয়রা পোস্ট অফিসে অভিযোগ জানান। তদন্তের পর আসল ঘটনাটি বের হয়ে আসে।