নিউজিল্যান্ডের নর্থইস্টার্ন কোস্টে হাঙরের হাত থেকে সাঁতারুর প্রাণ বাঁচাতে ছুটে এলো একদল ডলফিন। অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য।
অ্যাডাম ওয়াকার গত মঙ্গলবার ২৫ কিলোমিটার লম্বা কুক স্ট্রেইট অতিক্রম করছিলেন। তার ইচ্ছে ছিল সেভেন ওসান অতিক্রমকারী প্রথম বৃটিশ পুরুষ হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করা। তখনই তিনি একটি হাঙরকে তার পাশে ভাসতে দেখেন।
আর ঠিক তখনই প্রায় ১০টি জলফিন তাকে ঘিরে ধরে এবং প্রায় একঘন্টা তার সঙ্গে সাঁতার কাটে। তারা নাকি একেবারে গায়ে গায়ে ঘেঁষে সাঁতার কাটতে থাকে যাতে হাঙর কোনোভাবে অ্যাডামকে না দেখতে পায়।
ঘটনার পুরো ভিডিও অ্যাডাম করে রাখেন এবং তার পরদিনই তিনি এটি ইউটিউবে আপলোড করে দেন।