সময়ের বেশ আলোচিত একটি বিষয় 3D প্রিন্টার। এই প্রিন্টার দিয়ে বলতে গেলে অনেক কিছুই বানানো সম্ভব। এমনকি এর মাধ্যমে বাড়ি পর্যন্ত বানানো সম্ভব। চীনের প্রাইভেট ফার্ম উইনসান এমনই একটি প্রিন্টার বানিয়েছেন যা দিয়ে দিনে ১০টি একতলা বাড়ি বানানো সম্ভব। শুধু সম্ভব বললে ভুল হবে। ইতোমধ্যে এ কাজটি করেও দেখিয়েছে প্রিন্টারটি।
3D প্রিন্টিংয়ের ব্যবহার খুব বেশি দিন না হলেও নির্মাতা এবং ডিজাইনাররা তাদের আসবাবপত্র, অলংকার থেকে শুরু করে শিল্প উপাদানসহ সবই 3D প্রিন্টারের সাহায্যে তৈরি করছেন।
তবে উইনসানের চিন্তাটা একটু ভিন্ন ধরনের। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বাড়ি নির্মাণের ক্ষেত্রে উইনসান চারটি প্রিন্টার ব্যবহার করেছে যার একেকটির দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬.৬ মিটার। প্রিন্টারগুলো মিশ্রিত সিমেন্ট এবং নির্মাণ বর্জ্য স্প্রে করে বাড়ির দেয়াল তৈরি করে। দেয়ালগুলো মূলত পরতের উপর পরত দিয়ে পুরু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মে ইয়েহের বরাত দিয়ে সিনহুয়া জানায়, 3D প্রিন্টিং প্রক্রিয়ার সাহায্যে তারা খনির জঞ্জালকে দরকারি সামগ্রীতে পরিণত করছে। যেকোনো মডেলের বাড়ি বানাতে এটি সক্ষম। এতে কাজ দ্রুত হয় এবং সাশ্রয়ীও। ভবিষ্যতের আকাশচুম্বী দালানকোঠা 3D প্রিন্টারের সাহায্যে তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি। যদিও থ্রিডি প্রিন্টারের সাহায্যে এখন পর্যন্ত একতলার বেশি বাড়ি তৈরি করার অনুমতি নেই চীনে।
কোম্পানিটি জানিয়েছে, প্রতিটি বাড়ি তৈরিতে ৫০০০ ডলারের নিচে খরচ পড়েছে কাস্টমারদের।