মাঝ আকাশে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। প্রায় ৩৫ হাজার ফুট উপর দিয়ে বিমানটি তখন কুয়ালালামপুর থেকে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। আকাশে বিমানটির অবস্থান ছিল কলকাতার কাছাকাছি। অসুস্থ ওই যাত্রীকে তড়িঘড়ি মাটিতে নামিয়ে আনা হয়। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে পরপারে চলে গেছেন। অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মারা যাওয়া ওই ব্যক্তির নাম মহম্মদ আনসারউদ্দিন (৫৭)। এলাহাবাদের বাসিন্দা ওই ব্যক্তি কিডনির সমস্যায় ভুগছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, এদিন মহম্মদ আনসারউদ্দিনের অসুস্থ হওয়ার খবর কানে পৌঁছানো মাত্রই জরুরি অবতারণের জন্য পাইলট যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। জানান, জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করতে হবে। মঙ্গলবার সকাল দশটার দিকে পরিকল্পনামত বিমানটিকে নামিয়েও আনা হয়েছিল কলকাতায়। অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে আনসারউদ্দিনের। বিমানটিতে আনসারউদ্দিনের সঙ্গে তার চিকিৎসক-পুত্রও ছিলেন।
তাদের কলকাতায় রেখে জ্বালানি ভরে দুপুর সাড়ে বারোটা নাগাদ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমানটি ফের দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়।