'নিখোঁজ মালয়েশিয়ান এমএইচ৩৭০ বিমানটি এলিয়েনের (ভিনগ্রহের বাসিন্দা) কব্জায়'- এমন ধারণাটি এবার বোধহয় আরেকটু পাকা-পোক্ত হলো। সম্প্রতি আফগানিস্তানে তালেবান ডেরায় এলিয়েন হামলা সেই ধারণাকেই পরিস্কার করেছে। এ নিয়ে ইতোমধ্যে নতুন করে ভাবতে শুরু করেছে অনুসন্ধানকারীরা। চিন্তিত হয়ে পড়েছে নাসার মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলোও।
এতদিন পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন তালেবান ডেরায় আকাশ থেকে মার্কিন বাহিনীর ড্রোন হামলার কথা শোনা যেত। সম্প্রতি ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের আকাশে হঠাৎ উদয় হওয়া ত্রিকোণ আকৃতির একটি ইউএফও (অজানা উড়ন্ত বস্তু) একটি তালেবান ক্যাম্প লক্ষ্য করে প্রচণ্ড শব্দে গুলিবর্ষণ করছে। এরপরেই ওই ক্যাম্প থেকে বড় মাশরুম আকৃতির ধোঁয়া উঠতে দেখা যায়।
এক মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটিতে আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে এই ঘটনা ঘটতে দেখা যায়।
কিন্তু ভিডিওডি সত্যি কিনা তা নিয়ে অবশ্য অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন ভিডিওতে দৃশ্যমান বাদামি রঙের ত্রিকোণ যানটি আসলে মার্কিন বাহিনীর কোনো নতুন ড্রোন। তবে এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি সম্পর্কে জানা যায়, এটি ধারণ করা হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। সেসময় ওই অঞ্চলে ন্যাটোর টহলরত একটি গাড়ি থেকে একজন মেরিন সেনা আকাশে অদ্ভূত একটি যান দেখে এই ভিডিওটি ধারণ করে। যানটি কোনো এক লক্ষ্যবস্তুতে আলোক রশ্মির মতো গুলি চালায়। তার কয়েক সেকেন্ড পরেই সেখানে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ন্যাটো সেনারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেটি আসলে তালেবানদের একটি ক্যাম্প ছিল।
ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ইউটিউবে তা দারুণ আলোচনা সৃষ্টি করে। দেখা গেছে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি প্রায় ৩৭ হাজার বার দেখা হয়।
তালেবান ডেরায় ইউএফও হামলার ভিডিও দেখতে : http://www.youtube.com/watch?v=YQWqiI0jlQc