পাঁচ ব্যক্তির শাস্তি ৩২ বছরের জেল ও ৪৫০০ বেত্রাঘাত। তাদের অপরাধ তারা ভ্যালেনটাইন্স ডে উদযাপন করেছে। সম্প্রতি, সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী একটি ফৌজদারি আদলত এ রায় দিয়েছে।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে পালনের সময় বুরাইদা কাসিম প্রদেশের আল ফারুক এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মদ্যপান ও মেয়েদের সঙ্গে ড্যান্স করার সময় ওই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে সৌদি পুলিশ। এ সময় ছয়জন মহিলাকে গ্রেফতার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো রায় দেয়নি শরিয়া আদালত। ডেইলি মেইল এর এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
পাঁচ ব্যাক্তিকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সম্পর্কহীন নারীদের সঙ্গে সম্পর্ক ও মদপানের অপরাধে অভিযোগ দায়ের করে সৌদি পুলিশ।
এ রায়ের পর বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো কড়া প্রতিবাদ জানিয়েছে। সৌদি আরবের শরিয়া আইনকে ‘অত্যাচারী’ আইন হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছে।