প্রেমিকার কাছ থেকে পালিয়ে বাচঁতেই শ্রীঘরকে বেছে নিলেন ৫০ বছরের প্রেমিক। প্রেমিকাই যেন তাঁর গলার কাঁটা।
মাদক খেয়ে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হয়েছিলেন তিনি। কিন্তু এখানে আসার পরই প্রেমিকার হাত থেকে রেহাই পাওয়ার আইডিয়া পেয়ে যান তিনি।
রোজ রোজ প্রেমিকার বায়না, ঝগড়া-মারামারি, এসবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। তার চেয়ে জেলেই অনেক শান্তি। তাই জামিন পেয়েও জেলের নিসঙ্গতাতেই নিজেকে ভাসালেন বৃদ্ধ প্রেমিক।
দুটি বিকল্পের মধ্যে শ্রীঘরকেই আগে রাখলেন পাস দে কালাইসের এই ভদ্রলোক। জামিনের খবর পাওয়ার পরই নিজের ইলেকট্রিক ট্যাগ কেটে আরও দু’মাসের জন্য জেলের ঠিকানা পাকা করে ফেললেন তিনি।