অ্যাপেলের পালকের জুড়তে চলছে নয়া এক পালক। বিটস ইলেকট্রনিক্স কিনতে চলছে অ্যাপল। এই প্রতিষ্ঠান কিনতে তারা ৩২০ কোটি মার্কিন ডলার ঢালতে চলেছে বলে সংবাদ সূত্রে খবর।
বিশ্বের নামকরা অর্থনৈতিক সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে, সামনের সপ্তাহের মধ্যেই বিটস ইলেক্ট্রনিক্স কিনে নেওয়ার কথা বিশ্ববাসীকে জানাবে অ্যাপল। তবে, সুনির্দিষ্ট করে ঘোষণার দিনক্ষণ প্রকাশ করতে চাইছে না অ্যাপল।
২০১১ সালে অ্যাপলের জনক স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপল তেমন কোনও প্রোডাক্ট বাজারে আনতে পারেনি। টানা দু'বছর অ্যাপলপ্রেমিরা কার্যত হতাশ ছিল। এবার একটা চমক দিতেই সম্ভবত অ্যাপল বিটস ইলেকট্রনিক্সকে কিনতে চলেছে। অ্যাপলের ৩৮ বছরের ইতিহাসে এটাই হবে অ্যাপলের বড়সড় কোনও অধিগ্রহণ।