নিউইয়র্কের একটি নিলামে পাকিস্তানি স্কুলবালিকা ও নারী শিক্ষা আন্দোরনের কর্মী মালালা ইউসুফজাইয়ের একটি তৈলচিত্র এক লাখ আড়াই হাজার ডলারে (প্রায় ৭৮ লাখ টাকা) বিক্রি হয়েছে।
১৬ বছর বয়সী মালালার চিত্রটি ব্রিটিশ চিত্রশিল্পী জনাথন ইও লন্ডনের ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে ঝুলিয়ে দেন গত বছর।
ওই চিত্র বিক্রির সব টাকা মালালার ফান্ডে জমা করা হবে। আর তা নাইজেরিয়ার নারীদের শিক্ষায় ব্যবহার করা হবে।