সম্প্রতি বিশালাকৃতি পায়ের ছাপের খোঁজ পাওয়া গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োয়। এই পায়ের ছাপ প্রস্থে সাড়ে সাত ইঞ্চি আর দৈর্ঘ্যে বৃহদাকৃতি পুরুষের পায়ের থেকে সামান্য বড়। ওই ছাপ দেখা গিয়েছে ওহায়োর অ্যাস্টাবুলা কাউন্টির একটি বাড়ির বাগানে।
বাড়ির মালকিন ওয়েন্ডি জানিয়েছেন, আগস্টে ওই পায়ের ছাপ তিনি আবিষ্কার করেন বাড়ির পিছন দিকের বাগানে। পায়ের ছাপটি কোন প্রাণীর তা ধরা যায়নি। তবে এলাকায় এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পায়ের ছাপ বলতেই কথায় ইয়েতি বা কিংকংয়ের কথা মনে এলেও ওয়েন্ডির প্রতিবেশিদের দাবি ওই ছাপ আসলে সাসকোয়াচের।
সাসকোয়াচ আসলে কাল্পনিক প্রাণী। যা উত্তর আমেরিকা অঞ্চলে বিগফুট বা বিশাল পা নামে পরিচিত।
ওয়েন্ডি গণমাধ্যমকে জানিয়েছেন, ওই বিশাল পায়ের ছাপ যার তার ওজনও বেশ ভারী। কারণ বাগানের মাটিতে দেড় ইঞ্চি গভীর গর্ত হয়ে গিয়েছিল ওই ছাপে। তিনি বলেন, বাগানের মাটি ভেজা বা নরম ছিল না। বরং বেশ শক্ত এবং ঘাসে ঢাকা ছিল।