ধর্ম বদলে অন্য ধর্মের পুরুষকে বিবাহ করার কারণেই গর্ভবতী নারীকে ফাঁসির রায় দিলেন আদালত। ঘটনাটি ঘটেছে সুদানে।
আদালতের বিচারপতি মারিয়াম তথা ইব্রাহিম ইশাগ নামের মহিলাকে জানিয়েছে, 'আমরা আপনাকে মত বদলের জন্য তিন দিনের সময় দিয়েছিলাম। তবুও আপনি ইসলাম ধর্ম ধারনে রাজী হলেন না। আদালত আপনাকে ফাঁসীর সাজা দিচ্ছে।'
সুদানের আইন অনুযায়ী এখানে ধর্ম পরিবর্তন করা অপরাধ। আদালত তাই মহিলাকে ইসলাম ধর্ম ত্যাগ ও খ্রীষ্টান পুরুষকে বিবাহের কারণেই ফাঁসির সাজা দিয়েছে। শুধু ফাঁসি নয়, আদালত তাকে ফাঁসির আগে ১০০টি বেত্রাঘাতের সাজাও দিয়েছে।
যদিও মারিয়ামের মা একজন খ্রীষ্টান ছিলেন এবং তিনি ছোটবেলা থেকে তাকে খ্রীষ্টিনের মতোই মানুষ করেছেন কারণ তার মুসলিম পিতা তার জন্মের পর থেকেই তাদের সঙ্গে থাকতেন না। আদালত মারিয়ামের প্রতি ব্যাভিচারের দোষও দিয়েছেন কারণ ইসলামী আইন অনুযায়ী সুদানের কোন মুসলিম যুবতী মুসলিম ভিন্ন অন্য জাতির পুরুষকে বিবাহ করতে পারেননা।
তবে মারিয়ামকে ততদিন ফাঁসির সাজা দেওয়া হবে যতদিন না তার গর্ভজাত শিশুর বয়স দু’বছর না হয়।
আদালতের এই রায়ের উপর পশ্চিমী দুতাবাস ও মানবাধিকার সংস্থাগুলিও সুদানের কাছে আবেদন করেছে যে তারা যেন গর্ভবতী মহিলার অধিকারকে সম্মান করে এবং তাকে তার ইচ্ছে মতো ধর্ম বাছার অনুমতি দেয়।