ভারত সফরে আসা প্রায় ৭৫ হাজার বিদেশি নাগরিক রাতারাতি গায়েব হয়ে গেছেন। দেশে আসা এই সমস্ত বিদেশি নাগরিক কার্যত ভিসার নিয়ম-কানুনকে কোনও তোয়াক্কাই করছেন না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হিসেবে, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া ৭৪ হাজার ৬০০ বিদেশি নাগরিক ভারতের কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন।
এই পৌনে এক লাখষ বিদেশি নাগরিকই এখন চরম মাথা ব্যাথার কারণ নর্থ ব্লকের। আর এবার বিজেপি সরকার এদের খুঁজে বের করে ঘাড় ধরে স্বদেশে পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।