যে বয়সে একটি শিশুর কান্না বা গোঙ্গানি ছাড়া অন্য কোনো শব্দ করার কথা নয়, সেই বয়সেই 'আই লাভ ইউ' বলছে এক শিশু!
বুধবার ডেইলিমেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস বয়সী এক মেয়েশিশু তার বাবার কাছ থেকে শুনে 'আই লাভ ইউ' বলা শিখে গেছে। বাবার কথা হুবহু নকল করে সেও বলছে আই লাভ ইউ।
শিশুটির মা স্টিফেনি পাসালেকুয়া জানান, বাবার কথা নকল করে মাত্র দুই মাস বয়সেই কথা বলতে শিখে সে।
এ বিষয়ে ২০১২ সালের এপ্রিলে ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে, শিশুটির বাবা বেশ কয়েকবার 'আই লাভ ইউ' বলার পর সেও বাবার কথা নকল করে বাক্যটি উচ্চারণ করছে।