দিনে-দুপুরে লোকসম্মুখে এমন ঘটনা দেখে অবাক হয়ে গেল সবাই। হোয়াইট হাউসের ঠিক বাইরে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। একে একে সবগুলো কাপড় খুলে ফেললেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে নতুন গৃহায়ণমন্ত্রীর নিয়োগের কথা ঘোষণা করার খানিক আগে এ ঘটনা ঘটে। তার নাম মাইকেল বেচার্ড বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। বলা হচ্ছে, এটি ছিল ওই ব্যক্তির এক ধরণের প্রতিবাদ।
রাজধানী ওয়াশিংটন ডিসির তাপমাত্রা তখন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মানুষের জন্য এটা নাতিশীতোষ্ণ আবহাওয়া হলেও মার্কিন নাগরিকদের জন্য ছিল উত্তপ্ত দিন। ওই ব্যক্তি স্বচ্ছন্দে হোয়াইট হাউসের ফটকে কর্তব্যরত গোয়েন্দা কর্মকর্তাদের কাছে চলে যান। তারপর বলা নেই, কওয়া নেই হুট করে কাপড় খুলতে থাকেন। তাকে বুঝিয়ে শান্ত করতে না পেরে শেষে গ্রেফতার করেন তারা।
ঘটনাটি ছিল আকস্মিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়েন্দা কর্মকর্তারা একটি ফয়েল শিট দিয়ে মুড়িয়ে তার নগ্নতা আড়াল করেন। পরে তাকে একটি গাড়িতে করে নিয়ে যান।
টুইটারে দেওয়া ছবিতে দেখা গেছে, উর্দি পরা গোয়েন্দা কর্মকর্তারা তাকে শান্ত করতে অনুনয় করছেন। আরেকটি ছবিতে দেখা গেছে, হোয়াইট হাউসের সীমানা থেকে মাত্র অল্প দূরেই দিগম্বর ব্যক্তিটি। লোকজন ভিড় করে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তার ছবি তুলছে। তবে কী কারণে লোকটি এমন প্রতিবাদ করলেন বা দিগম্বর হলেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। -এএফপি