ভারত প্রতিবছর ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকে। এ বছর দেশটির ৬৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। সংবিধান চালুর দিনটিকেই ভারত তার প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান চালু হয়েছিল।
প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ধরনের সামরিক মহড়া ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও সামরিক ক্ষমতা ও সক্ষমতার নির্দেশক বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ২৬ জানুয়ারি সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির বিভিন্ন সামরিক বাহিনী। মজার ব্যাপার হলো, রাজধানী দিল্লিতে সম্প্রতি এক শীতের সকালে বিমান বাহিনীর মহড়া চলছিল। এরই এক ফাঁকে বন্দুক ও গ্লোবসের ওপর শুয়ে পড়ে এক ক্ষ্যাপা কুকুর। ব্যাপারটি অনেকের মধ্যেই হাসির উদ্রেক করেছে।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫/শরীফ