দিনে দিনে মাদকের ব্যবহার যেন বেড়েই চলেছে। সেই সাথে সচেতন বিশ্ব মাদকের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নাগরিক প্রকাশ্যেই চালাচ্ছেন মাদক বিক্রয়ের এক অভিনব প্রচারণা যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের হাডসনে জন বালমার নামের এক ব্যক্তি কালো রঙ্গের একটি টি শার্ট পরে কে মার্ট স্টোরে দাঁড়িয়েছিলেন। তার টি শার্টে সাদা রঙে লেখা, ‘হু নিডস ড্রাগস? নো, সিরিয়াসলি আই হ্যাভ ড্রাগস (কার মাদকের প্রয়োজন? না, সত্যিকারে আমার কাছে মাদক আছে)। পুলিশের এক কর্মকর্তা লেখাটি পড়েন এবং তার প্রতি নজর রাখেন। বালমার লাইনে দাঁড়িয়ে একজনকে মাদকের একটি ব্যাগ হস্তান্তর করতে যাচ্ছিলেন আর তা দেখে ফেলেন পুলিশ কর্মকর্তা বালমার। এরপর তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যাগে মিথামফিটামিন নামের এক জাতীয় মাদকদ্রব্য পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা