দুঃস্থ ও এতিমদের সঙ্গে বৌভাতের আনুষ্ঠানিকতা সারলেন পাকিস্তানের সদ্য বিবাহিত জনপ্রিয় দম্পতি ইমরান ও রেহাম খান। শুক্রবার ইসলামাবাদের সুইট হোম এতিম খানায় শিশুদের সঙ্গে দুপুরের খাবার খান নব বিবাহিত এই দম্পতি। সেখানে এতিমদের জন্য বিরিয়ানি পরিবেশন করা হয়।
ইমরান খান নিজে গাড়ি চালিয়ে তার নতুন স্ত্রীকে ওই মাদরাসা কাম এতিমখানায় নিয়ে যান। পরে তার মুফতি সাঈদের একটি মাদরাসাতেও খাবার বিতরণ করেন। পরে তারা এতিম শিশুৃদের সঙ্গে দুপুরের খাবার সারেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে বানি গালায় ইমরানের নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে পিটিআই'র এই নেতা ও রেহামের বিয়ে সম্পন্ন হয়। মুফতি সাঈদ এই বিয়ে পরান। খবর ডেইলি মেইলের
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০১৫/শরীফ