৫০০ টাকার নোট হারিয়ে ক্লাসের ১৩টি মেয়েকে নগ্ন করে তল্লাশি করেছেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে।
পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের গুরদাসপুরের মাদিয়ালা গ্রামের একটি সরকারি স্কুলের হরজিত কউর নামের অভিযুক্ত শিক্ষিকা ওই ঘটনার পর থেকে পলাতক। ব্যাগে ৫০০ টাকার একটি নোট না পেয়ে সপ্তম শ্রেণির ১৩ জন ছাত্রীকে ডেকে পাঠান তিনি। ক্লাসের ভিতরে তাদের পোশাক খুলি তল্লাশি করা হয়। অপমানিত ছাত্রীরা বাড়ি ফিরে মা-বাবাকে ঘটনাটি জানায়। স্কুলের প্রধান শিক্ষিকার কাছে এই ‘নিন্দনীয়’ আচরণের কড়া প্রতিবাদ জানান অভিভাবকরা।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬ ও তফসিলি জাতি ও উপজাতি আইনের নানা ধারায় শিক্ষিকা হরজিত কউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৫/ রশিদা