গরুদের জন্য মন্ত্রণালয় খোলা হয়েছে ভারতের রাজস্থান রাজ্যে। আর এ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী হয়ে ইতিহাসে নাম লেখানোর সৌভাগ্য অর্জন করেছেন ওটারাম দিভাসি। সরকার গঠন করতে পারলে গরুদের জন্য মন্ত্রনালয় খোলার প্রতিশ্রুতি অবশ্য বিজেপি আগেই দিয়েছিল।
৪৮ বছর বয়সী ওটারাম দিভাসি নিজেকে ভারতের প্রথম 'গো পালন মন্ত্রী' হিসেবে পরিচয় দিচ্ছেন। তার জন্ম রাজস্থানের 'রাবারিস' সম্প্রদায়ে। এই সম্প্রদায়ের লোকজন পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকে।
রাজস্থানের ২০১৩ সালের রাজ্যসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে বিধায়ক নির্বাচিত হন। নির্বাচনী ইস্তেহারে ওটারাম ও তার নেতা বসুন্ধরা রাজ রাজস্থানবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তারা একটি পৃথক গরু বিষয়ক মন্ত্রণালয় গঠন করবে। ওটারামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করল।
ওটারাম দিভাসির নিজেরও ২৫টির মত গরু আছে। নিজেই করেন সেগুলোর দেখাশুনা। থাকেন রাখালের বেশে। তার পরনে থাকে সাদা পাঞ্জাবি, লাল পাগড়ি আর কানে থাকে লম্বা দুল যা রাজস্থানের পশুপালনের সাথে যুক্ত লোকজনের ঐতিহ্যবাহী পোশাক। তিনি সবসময় তার হাতে একটি লাঠি রাখেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সাথে সাক্ষাত করার সময়ও লাঠিটি হাতছাড়া করেন না তিনি। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৫/আহমেদ