রাতজাগা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু'ধরনের প্রভাবের কথাই শোনা যায়। ভিন্ন ভিন্ন গবেষণা ভিন্ন ভিন্ন তথ্য দেয় এ বিষয়ে। সম্প্রতি 'সাইকোলজি টুডে' জানিয়েছে, বুদ্ধিমান মানুষ নিম্ন আইকিউধারী মানুষের তুলনায় বেশি রাত জাগে। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তুলনামূলকভাবে যারা বেশি বুদ্ধিমান তারা অন্যদের চেয়ে দেরিতে ঘুমাতে যায়।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিকাল সায়েন্স-এর মনোরোগবিশেষজ্ঞ সাতশি কানাজাওয়া বলেন, মানুষের গড় আইকিউ এবং ঘুমের প্যাটার্নের মধ্যে এমন সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে যা প্রমাণ করে যে যারা রাতে কাজ করে তারা অধিক বুদ্ধিমত্তার অধিকারী।
'সাইকোলজি এন্ড ইনডিভিজুয়াল ডিফারেন্স' জার্নালে 'কেন রাতজাগা মানুষ অধিক বুদ্ধিমান' শিরোনামে একটি একাডেমিক পেপার প্রকাশিত হয়, যেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে শত শত বছর ধরে মানুষ দিনে কাজ করা এবং রাতে ঘুমানোর ব্যাপারে অভ্যাস তৈরি করেছে। যখন কেউ এই প্রতিষ্ঠিত ধারাকে অস্বীকার করে, স্বাভাবিকভাবেই তারা বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে অন্যান্য মানুষের চেয়ে বেশি প্রগতিশীল ঔপন্যাসিক মূল্যবোধ ধারণ করে এবং চিন্তার দিক থেকে অগ্রগামী হয়। এই ঔপন্যাসিক মূল্যবোধ নেতৃত্ব তৈরির ভিত্তি হিসেবে কাজ করে। রাতজাগা মানুষেরা হয় বিপ্লবী, আবিষ্কারক এবং উদ্ভাবক।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা