ওসি নিজের ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দিয়েছিল এক নারীকে। অপমানে পুলিশ ফাঁড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিল সে। কিন্তু তার চোখে পানি দেখে ক্ষেপে গেল গ্রামবাসী। ঘটনা শুনে সোজা থানায় হাজির সবাই। এরপর যা ঘটার তাই ঘটল। থানাতেই ওসিকে জুতোপেটা করলেন ওই নারী।
ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিমবঙ্গের মালদহের ভালুকায়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, ওই নারীকে অপমানের ঘটনায় ফাঁড়িতে চড়াও হয়ে ওসি সনৎ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ভালুকার ক্ষুব্ধ বাসিন্দারা। নিজের চেয়ারে বসে ওসি তা অস্বীকার করে পাল্টা দাবি করেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ওই নারী। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষিপ্ত ওই নারী সপাটে চড় কষিয়ে দেন ওসির গালে।
বেগতিক দেখে ফাঁড়ির অন্য পুলিশ কর্মীরা সনৎ বাবুকে অন্য একটি ঘরে ঢুকিয়ে আড়াল করার চেষ্টা করতে গেলে নিজের পা থেকে চটি খুলে ওসির গায়ে দু-এক ঘা বসিয়ে দেন ওই নারী।
কী কারণে ওই নারী এমন মারমুখী হয়ে উঠলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশের কর্তারা। ঊর্ধ্বতন দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘কোন পরিস্থিতিতে ফাঁড়িতে ঢুকে পুলিশ কর্মীকে মারধর করল জনতা, তা খতিয়ে দেখা হবে।’
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ